নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় ও স্বাধীনতার ৫১বছর পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালের প্রথম প্রহরে উপজেলার স্বাধীতা ভাস্কর্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলার শোল্লা ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ এম. মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয় ডিসপ্লেতে প্রথম স্থান এবং কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন করেন।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফ সিকদার, ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলীল, এমএ বারি, এম মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়সহ আরও অনেকে।