নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত সাজু মন্ডল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিন্তু ঘটনার দুই মাস অতিবাহিত হওয়ার পরেও আসামীদের গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। শিঘ্রই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে নিহতের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনটি দোহার উপজেলার পালামগঞ্জ বাজার এলাকায় ঘন্টাখানেক অবস্থানের পর বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়।
মানববন্ধনে নিহতের ভাই আনোয়ার মন্ডল বলেন, আমরা মিলন শিকদারের এই জমির ব্যাপারে কোনোভাবেই সম্পৃক্ত নই। চাউল নিয়ে বাড়ি যাওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে অর্তকিতভাবে হাকিম ও তার ভাড়াটিয়া বাহিনী আমাদের উপর হামলা চালায়। এতে আমার ভাই সাজু নিহত হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারী হাকিম আমিনসহ সকল আসামীদের ফাঁসি চাই।
এ ছাড়া আসামী গংরা জামিনে এসে নিহত সাজু মন্ডলের পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সাজুর বড় ভাই আনোয়ার মন্ডল।
নিহত সাজুর মা কান্না জড়িত কন্ঠে বলেন, হাকিম আমার কলিজার ধনকে মেরে ফেলেছে। আমি সইতে পারছি না। আমি হাকিমসহ যারা জড়িত তাদের ফাঁসি চাই।
নিহতের বাবা নুরু মন্ডল বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করি। আমার ছেলে সাজু ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত জোর করে দাবি করছি, আমার নেত্রী যেনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের আওতায় এনে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে দেন।