সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী কাটাখাল দক্ষিণপাড় গ্রামের শাহরীমা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহার গ্রামের জান্নাতুল ফেরদৌস, সফল জননী ক্যাটাগরিতে নারিশা ইউনিয়নের মালিকান্দা গ্রামের জাহানারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে সুতারপাড়া ইউনিয়নের দোহারপুরী গ্রামের দোলন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে দোহার পৌরসভার মধ্যে লটাখোলা গ্রামের শাকিলা জাহান এ সম্মাননা পান।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রাশেদ চোকদার, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লায়ন আব্দুস সালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকা জালাল, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সালেহা বেগমসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ ও নারী উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।