নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই অনুষ্ঠান করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলার প্রধান ফটকের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল, সাংবাদিক খালিদ হোসেন সুমন, এনজিও প্রতিনিধি মো. শহীদুল ইসলামসহ আরও অনেকে।