সিনিয়র প্রতিবেদক :
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা করেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা ভেতরে দুর্নীতি বিরোধী এক মানববন্ধনের আয়োজন করা হয়। পরে উপজেলা বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাকক্ষে এক আলোচনা সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইকরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসীম উদ্দীন, মুক্তিযোদ্ধা জনতার সমপ্রীতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, কার্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকী আজম, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলসম আক্তারসহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, পিয়ার হোসেন ও বিদ্যালয়ে ছাত্রছাত্রীবৃন্দ।