নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদের এসে শেষ হয়ে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না।
সৈয়দ আব্দুল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ, কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী।
এছাড়াও সমাজে অবদান রাখা ৫ জন নারীকে জয়িতা পুরস্কারে ভূষিত করে সম্মাননা জানানো হয়।