নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইউজিডিপি (জাইকার) বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন এবং পরবর্তী প্রকল্পের প্রয়োজনীয়তা ও সম্ভাবতা যাচাই করলেন সাউথ এশিয়া ডিভিশন-৪ এর প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল পর্যন্ত প্রতিনিধিরা নবাবগঞ্জ পাইলট গালর্স মাধ্যমিক বিদ্যালয়, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় পরিদর্শন শেষে জাইকার প্রতিনিধিরা উপজেলা সভা কক্ষে আলোচনা সভা করেন। সভা শেষে বিকেলে তারা কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।
পরিদর্শন ও সভায় জাইকার প্রতিনিধি উপস্থিত ছিলেন সাউথ এশিয়া ডিভিশন-৪ এর পরিচালক সাইটো মিয়াকো, সহকারি পরিচালক সারা কোকি, বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার সানজিদা হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা ইউজিডিপি কর্মকর্তা শাহিনা বেগম প্রমুখ।