27 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সকালের সময় সম্পাদকের বিরুদ্ধে নোমান গ্রুপ মানহানি মামলা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম ও প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে নোমান গ্রুপ।

গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ শিরোনামে সংবাদ প্রকাশের জের ধরে নোমান গ্রুপ এই মামলা দায়ের করেন।

সোমবার (২৮ নভেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে নোমান গ্রুপের পক্ষে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল এ মামলা দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন।

বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল বলেন, নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ। প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে প্রকাশিত ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ শিরোনামে সংবাদ প্রকাশে কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে। সকালের সময়ে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের কারণে দেশ-বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে আসছে।

তিনি বলেন, দৈনিক সকালের সময়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। এতে নোমান গ্রুপের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে মর্মে দন্ডবিধির ৫০০ ধারায় মানহানি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!