নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী এম মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ে স্কাউটের ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কাউটের ইতিহাস এবং ঐতিহ্য সর্ম্পকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষামূলক রোল তুলে ধরেন বিদ্যালয়ের স্কাউট ও সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিজানুর রহমান ভ‚ইয়া কিসমতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মতিউর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিকদার, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল, নবাবগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজর আশিকুর রহমান, এম মুহীয়্যূদ্দীন ভ‚ঞা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য শেখ মো. শাহীন, মহিলা সদস্য আফসানা রহমান, শিক্ষার মান উন্নয়ন কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম মকু, আইন শৃঙ্খলা কমিটির আহবায়ক সিদ্দিক পত্তনদার, গেস্ট শিক্ষক মো. রাজু ইসলাম, ইউপি সদস্য রাজা ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।