নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা আঃ হালিম মেম্বার কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও তাদের মঙ্গলময় ভবিষ্যত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা বাহ্রা ইউনিয়নের বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদায় উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিরাজ মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. লিয়াকত হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ ও অভিভাবক রোখসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজকর্মী কাজী আব্দুল আওয়াল, ওয়াদুদ মিয়া, ডা. মনির হোসেন, মো. মিলন গাজী, বাহ্রা ইউপির সংরক্ষিত নারী সদস্য রিমা আক্তার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহমুদুল আলম তুষার, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নান মাষ্টার, সাবেক ইউপি সদস্য মিনু বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক- মো. সিরাজুল ইসলাম, শেলী সুলতানা, সুমী আক্তার, রুপা আক্তার, নিঝু আক্তার, শেফালী আক্তার, সুমা আক্তার প্রমুখ।