সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন, দোহার থানার তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে।