25 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দোহারে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার উপজেলায় দোহারে পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে ১০ কেজি গাজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকার গাঁজা ব্যবসায়ী মনির হোসেন (৪৫), কেরানীগঞ্জ মডেল থানা এলাকার বাবু (২৪) ও দ্বীন ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামালের নির্দেশে শনিবার বিকেল তিনটা থেকে উপজেলার করমআলীর মোড়ে অভিযান পরিচালনা করেন দোহার থানা এএসআই নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় ফোর্স। প্রায় দুই ঘন্টার অভিযান শেষে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেন। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। পরে তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল জানান, আসামীগণ দীর্ঘদিন যাবৎ দোহার থানার বিভিন্ন এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন থানার বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাদের বিরোদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। মাদক নিরাময়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!