নিজস্ব প্রতিবেদক :
খোন্দকার আবু আশফাককে সভাপতি ও এ্যাড. নিপুন রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলের প্যাডে এ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়ির সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ইরফান ইবনে আমান অমি।
নতুন কমিটির সভাপতি খোন্দকার আবু আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নিপুন রায় চৌধুরী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিন থানা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
এর আগে গত ৩০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপায় আবু আশফাকের বাড়িতে ঢাকা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।