29 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে “সোনার বাংলা গড়ার প্রত্যয়” শুদ্ধাচার কর্মশালা অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
“সোনার বাংলা গড়ার প্রত্যয়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা দোহারের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ সুশাসন প্রতিষ্ঠার নির্মিত অংশীজনের অংশ গ্রহণের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০ টা দিকে দোহার উপজেলার সভা কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোমেনা খাতুন বলেন, একটা সুশাসনের অন্তরায় অন্যতম হচ্ছে দুর্নীতি, দুর্নীতি বাইরেও আরো অনেক বিষয় রয়েছে যা মানুষের মধ্যে দেখা যায়। শুদ্ধাচার সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে। এটি ২০১৩ সাল থেকে আমরা পরিচিতি পাই। একটি প্রকল্প হাতে নিলে সে প্রকল্পের বরাদ্দ কত, প্রকল্পটি বাস্তবায়ন করতে কত দিন সময় লাগবে এবং কে করছে, এই বিষয় গুলি আমাদের শুদ্ধাচারের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা প্রায় সময়ই বিভিন্ন মিডিয়ায় দেখে থাকি যে এক একটি প্রকল্পের মধ্যে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে। এর মধ্যে আমরা বুঝতে পারি তার শুদ্ধাচারের অভাব রয়েছে। আমরা এ থেকে সকলে যেন প্রতিকার পেতে পারি সেভাবে প্রকল্প হাতে নিয়ে কাজ করব।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, আমরা যারা চেয়ারম্যান ও মেম্বার ফিল্ডে কাজ করি আমাদের সব সময় সততা ও নৈতিক ভাবে কাজ করতে হবে। আমাদের দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই বিষয় সম্পর্কে মাথায় রাখতে হবে। আমাদের উপজেলায় মূলত সরকারের যা কিছু অনুদান এই ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আসে সেগুলি আমরা সুন্দর ও সুষ্ঠভাবে বন্টন করবো।

এ সময় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুস্তাফিজুর রহমান, দোহার উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারসহ আরো অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!