সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে দলিল জালিয়াতি মামলায় আদালতের নির্দেশে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার দক্ষিণ জয়পাড়া এলাকার আঃ আজিজ (৫৫), বকুল সুলতানা ও মো. সোহান (৩৫)।
মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৯ সালে দলিলের স্বাক্ষর জালিয়াতি করে জমি দখল সংক্রান্ত বিষয়ে উল্লেখিত আসামীসহ মোট চার জনের বিরোদ্ধে দক্ষিণ জয়পাড়া এলাকার তানজিলুর রহমান শাওন বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোহার আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। যাহার সি,আর মামলা নং-৮৯/২০২২। ধারা-৪০৬/৪২০/৪১৯/৪৬৭/৪৬৮/৪৭১/৫০৬।
জানা যায়, পরে মামলাটি দীর্ঘদিন তদন্ত করেন পিবিআই। পিবিআই কর্তৃক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর আদালত এক জনকে অব্যাহতি দিয়ে তিন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দোহার থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা পেয়ে সোমবার রাতে আসামীদের তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।