26 C
Dhaka
সোমবার, মে ১২, ২০২৫

দোহারে শেয়ালের কামড়ে আহত ১২, এলাকা জুড়ে আতঙ্ক

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার নিকড়া, কাটাখালী, ইউসুফপুর ও খাড়াকান্দা এলাকায় শেয়ালের কামড়ে দুইদিনে ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শেয়ালটি পাগলা হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় এখন শেয়ালের আতঙ্ক বিরাজ করছে।

শিয়ালের কামড়ে আহতরা হলেন নিকড়া এলাকার খোরশেদ খানের ছেলে আব্দুল সালাম(৫০), লিটনের স্ত্রী সুমি (৩৪), মমিন খানের স্ত্রী ফিরোজা (৫০), লিটনের ছেলে সাঈম বেপারী(১৭), চান খানের ছেলে জালাল খান (৬০), কাটাখালী এলাকার রিপনের স্ত্রী লাইলী (৩৫), সেন্টুর ছেলে ফাহিম (৭), মজর আলীর ছেলে মোঃ ফরহাদ ( ৪৫), সালাম বেপারীর ছেলে কাউম (৬০), শহিদের ছেলে সজিব হোসেন (২৭), খাড়াকান্দা আব্দুস সামাদের ছেলে জাকির হোসেন (৩৮) ও ইউসুফপুর এলাকার মৃত শেখ হাকিমের ছেলে শেখ নবিন হোসেনসহ মোট ১২ জন। এ সময় শেয়ালে কামড়ে আহত হওয়ার পর আহতরা সবাই দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে দোহার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শামীম হোসেন জানান, যেহেতু এটা বণ্য প্রাণী তাই এর কামড় মারাত্বক। যাকে কামড়াবে অবশ্যই সেই ব্যক্তির আক্রান্ত স্থানে অন্তত ১৫ মিনিট কাপর কাচা সাবান দিয়ে ধৌত করতে হবে এবং ৫টি ভ্যাকসিন পর্যায়ক্রমে নিয়মতান্ত্রিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিতে হবে। তাহলে তিনি সুরক্ষা পাবেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!