নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক:
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে বিউটি ফিকেশন ও নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। মাসব্যাপি ২৮ জন নারীকে বিউটি ফিকেশন ও ২৫ জন নারীকে নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ দেয়া হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা ফ্যাসিলিটেটর শাহীনা বেগম এর সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, কৈলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির আহমেদসহ আরো অনেকে।
এছাড়াও চলমান উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের ৭ দিনব্যাপি দক্ষতা প্রশিক্ষণ এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে নারীদের বøক-বাটিক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান করা হয়।