25 C
Dhaka
বুধবার, জুলাই ৯, ২০২৫

নবাবগঞ্জে মৈত্রি হিন্দু কো-অপারেটিভের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরাস্থ মৈত্রি হিন্দু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ -এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২২ তফসিল ঘোষণা করা হয়েছে।

সূত্রে জানা যায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ৭ ও ৮ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে। মনোনয়নপত্র দাখিল ১৩ ও ১৪ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত, সমিতির কার্যালয়। মনোনয়নপত্র বাছাই ১৬ নভেম্বর বেলা ১১টায়, আপিল শুনানী ২২ থেকে ২৪ নভেম্বর জেলা সমবায় কার্যালয়। প্রার্থীতা প্রত্যাহার ২৭ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির কার্যালয়ে। প্রতীক বরাদ্দ ২৯ নভেম্বর বেলা ১১টায়, সমিতির কার্যালয় ও নোটিশ বোর্ড। ভোট গ্রহন ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, নির্বাচনের নির্ধারিত স্থান।

বুধবার সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান সমিতির কর্মকর্তারা। কর্মকর্তারা লিখিতভাবে জানান, গত ১ অক্টোবর সমিতির কায়ালয়ে বিশেষ সাধারণ সভায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১জন চেয়ারম্যান ১জন ভাইস চেয়ারম্যান, ১জন সেক্রেটারী, ৫জন ডিরেক্টর মোট ৯জন সমিতির সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নির্বাচন কমিটির ২ নভেম্বর তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত-২০০২ ও ২০১৩) এর সংশ্লিষ্ট ধারা ও সমবায় বিধিমালা ২০০৪ (সংশোধিত-২০২০) এর ২৭ বিধি অনুযায়ী এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!