26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

দোহারের ইউপি নির্বাচন : তিন ইউনিয়নেই নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিজয়

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

রিপন মোল্লা :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বুধবার ২ নভেম্বর সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ী নৌকা মার্কার প্রার্থীরা হলেন, রাইপাড়া ইউনিয়নের মোঃ আমজাদ হোসেন, সুতারপাড়া ইউনিয়নের শেখ নাসির উদ্দিন ও মাহমুদপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী।

উপজেলার রাইপাড়া ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী মোঃ আমজাদ হোসেন পেয়েছেন ৬,২১৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী প্রার্থী চশমা প্রতীকের মোঃ নুরুল হক পেয়েছেন ১,৭০৮ ভোট। অপর দিকে আব্দুর রশিদ মোচন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৯১৭ ভোট, মোহাম্মদ আলী হোসেন (নান্টু) আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১,৪৪৭ ভোট ও মোঃ শহীদুল হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬১ ভোট।

মাহমুদপুর ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী পেয়েছেন ৪,৫৬৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ফারুক উজ্জামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩,২৪৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী নুরুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৪০৯ ভোট।

সুতারপাড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শেখ নাসির উদ্দিন পেয়েছেন ৩,১৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্ব›দ্বী চঞ্চল মোল্লা চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ২,৪৬৯ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১,২২৫ ভোট, নুরুল আলম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১,৫০৭ ভোট, পারুল আক্তার রজনীগন্ধা প্রতীক নিয়ে ৭৩ ভোট, বায়েজিদ হোসেন দুটি পাতা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৩ ভোট, মেহেদী হাসান সাদ্দাম টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১,৯৯৪ ভোট, মোঃ আজাদ রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৮ ভোট ও হায়দার আলী বেপারী অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ১৩১৯ ভোট।

সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, প্রায় বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো বেশ ভালো। লক্ষ্য করা গেছে প্রতিটি কেন্দ্রেই নারী ও পুরুষ ভোটারদের সরব উপস্থিতি। তবে পুরুষ ভোটাদের থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিলো সব থেকে বেশি। দীর্ঘ প্রতিক্ষার পর ইউনিয়ন নির্বাচন ঘিরে পুরো এলাকা জুড়েই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে ভোট গ্রহন শুরু করে শেষ পর্যন্ত কোন ভোট কেন্দ্র থেকেই কোন ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটে অংশ গ্রহণ এবং ভোট দিতে আসতে পারায় অত্যাধিক খুশি ছিলো ভোটাররাও।

এই নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার ছিল। নির্বাচনে ৬ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

দোহার থানা ওসি মোস্তফা কামাল জানান, ভোটের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার সার্থে ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে কঠিন ভাবে নিরাপত্তা জোড়দারসহ বেশি সংক্ষক র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!