নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ‘প্রশিক্ষিত যুবক, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বিষয়কে সামনে রেখে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এ সময় তিনি বলেন, যুব সমাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। আমি আাশাকরি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যথাযথ ভাবে এর বাস্তবায়নের অনবদ্য সাফল্য অর্জন করে দেশের জন্য ভূমিকা রাখবেন এই যুবকরা।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদসহ আরও অনেকে। পরে ২৭ জন যুবক-যুবতিকে ৮ লাখ ৫০ হাজার ঋণ বিতরণ করা হয়। এ ছাড়াও ৩০ জনকে প্রশিক্ষণের সনদপত্র ও ৬শ’ টাকা করে সম্মানি প্রদান করা হয়।