26 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

দোহারের পালামগঞ্জে নৌকার চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পালামগঞ্জ এলাকার মরহুম রউফ সরকারের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বীরমুক্তি যোদ্ধা শফিকুল আহমেদ পরো এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, বিশেষ অতিথি দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সুরুজ, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝিসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলমগীর হোসেন বলেন, যারা আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের বিপক্ষে তথা আমজাদ হোসেনের বিপক্ষে কাজ করবে তাদের বিরোদ্ধে আমি সাংগঠনিক ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, মাননীয় সাংসদ সালমান এফ রহমান আপনাদের পাশে আছেন এবং আমি উপজেলা চেয়ারম্যান আপনাদের কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমজাদ হোসেনকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি ও আমাদের সাংসদ আপনাদের পাশে থেকে রাইপাড়া ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করবো। আর আপনার মসজিদের জায়গা নিয়ে যে সমস্যার কথা বলেছেন তা সমাধানে সর্বাত্নক চেষ্টা করবো।

নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন বলেন, আপনারা জানেন বর্তমানে আমাদের ইউনিয়ন কাউন্সিল অফিস একটি দুর্নীতির আখড়া। এখানে দেলোয়ার নামে যে লোকটি আছে সে কোন সরকারী নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা নয় তারপরও তিনি এখানে চাকরী করে যাচ্ছেন। এই দোলোয়ার ও পরিষদের সচিব কবির হোসেন এদের সহযোগিতায় বর্তমান চেয়ারম্যানসহ এই তিনজনে মিলে লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছে। প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন, ওয়ারিশয়ান সার্টিফিকেটসহ বিভিন্ন খাতে এই কবির মানুষকে হয়রানি করে ১০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত নিচ্ছে। আর সেই টাকা চেয়ারম্যানসহ সবাই লুটে খাচ্ছে। তাই এখনই সময় নভেম্বরের দুই তারিখে আপনারা সকলে দলমত নির্বিশেষে কাদে কাদ মিলিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে এই সকল দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ।

এ সময় যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও আমিনুর রহমান মানিক এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, জয়পাড়া ক্লিনিকের চেয়ারম্যান শফিক তালুকদার, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মজনু, সহ-সভাপতি শাহাদত শিকদার, সহ-সভাপতি নূর আলম, রাইপাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র আহবায়ক পবন মল্লিক, যুগ্ন আহবায়ক রাজু আহমেদ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন মইফল, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, রাইপাড়া ৩নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থী মাহমুদুল হাসান, এছাড়াও রাজিব সরকার, জুয়েল মাস্টার, চঞ্চলসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!