আব্দুল খালেক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেন এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় ইকরাশী খৃষ্টানপাড়া এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় আমজাদ হোসেন বলেন, আপনারা আগামী দুই নভেম্বর নৌকা মার্কায় আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করলে এবং আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে আপনাদেরকে বিনামূল্যে প্রত্যয়নপত্র দিবো। সরকার নির্ধারিত ৫০ টাকায় আপনারা জন্ম নিবন্ধন পাবেন।
আমাজাদ হোসেন বলেন, আপনাদের দাবীকৃত খাল ভরাট করে রাস্তা নির্মানসহ রাতে রাস্তায় বাতি জালিয়ে আলোর ববস্থা করে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলবো। তাই নভেম্বরের দুই তারিখে আপনারা সকলে দলমত নির্বিশেষে কাদে কাদ মিলিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আগেও যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের সব রকম সেবা করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা জোসেফ গমেজ টুনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, পৌরসভা সভা আওয়ামী লীগের যগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল। রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মজনু, সহ-সভাপতি শাহাদত শিকদার, সহ-সভাপতি নূর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পী শেখ, রাইপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজু আহমেদ, যুগ্ন আহবায়ক মোঃ শিপন ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন মইফল, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আসাফো নেতা শামীম শিপলু, সাবেক সেনা কর্মকর্তা নূরুল ইসলাম, ব্যাংকার শহিদুল ইসলাম।
এ ছাড়াও রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রাইপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোরগ মার্কার মেম্বার প্রার্থী লুইস পাল জনী গমেজ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্যাামল গমেজ, সুরেন গমেজ, সুশীল গমেজ, হীরন গমেজ, ঝর্ণা গমেজ, মালতী রোজারীও, ও শিল্পী গমেজসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।