সিনিয়র প্রতিবেদক :
‘শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় শিক্ষক দিবস-২০২২ইং পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা দিকে শিক্ষক দিবস উপলক্ষ্যে দোহার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষকরা বলেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে উন্নতির দুয়ারে পৌঁছে দিয়েছেন। আমাদের হাত ধরেই শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা রূপান্তরিত হয়েছে। আমরা এই শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রাণের দাবি আমাদের শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি।
আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মুস্তাফিজুর রহমান, দোহার উপজেলা নির্বাচন অফিসার রেজাউল ইসলাম, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদসহ দোহার উপজেলার সকল শিক্ষকবৃন্দ।