25 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিশু ক্যান্সার ও ডিজি’স কল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রক্রাট-এর উদ্যোগে শিশু ক্যান্সার ও ডিজি’স কলের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ অক্টোবর আগারগাঁও লায়ন্স টাওয়ারস্থ হুমায়ুন জহির অডিটোরিয়ামে এ সেমিনার করা হয়।

সেমিনারে লায়ন্স জেলা ৩১৫বি১ বাংলাদেশের সকল লায়ন্স ও লিওদের উপস্থিতিতে জেলার অন্যতম লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রক্রাট ও লিও ক্লাব অফ ঢাকা এরিস্ট্রক্রাট, লিও ক্লাব অফ ঢাকা এম এস ইউ বসুন্ধরার উদ্যোগে শিশু ক্যান্সার ও ডিজি’স কল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

শুরুতেই লিও ইয়ারসিব হাসানের সঞ্চালনায় আগত অতিথিদের আসন গ্রহন করানো হয়। এরপর অনুষ্ঠানের প্রিজাইডিং অফিসার ও লায়ন্স ক্লাব অফ ঢাকা এরিস্ট্রক্রাট-এর সম্মানিত প্রসিডেন্ট লায়ন শিরিন আক্তার রুবি’র অনুমতিক্রমে কোরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। পরে লায়নদের চির-চরিত প্রথা অনুযায়ী ক্লাব ট্রেজারার লায়ন নাসরিন সকল লায়নদের আনুগত্যের শপথ পাঠ করান।

পরবর্তীতে জেলার জিএসটি কো-অর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের পরিচিত করান এবং ক্লাবের পক্ষ থেকে তাদের ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

মাননীয় জেলা গভর্নর মহাদয় লায়ন শরিফ আলী খান বিশেষ কাজে অনুপস্থিত থাকায় তার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা গভর্ণের স্ত্রী লায়ন রেখা শরীফ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্যাট এরিয়া লিডার লায়ন নাজমুল হক ও তার স্ত্রী মৌলুদা নাজমুল, সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন শাহেনা রহমান, জেলার প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ, জেলার দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আশরাফ এইচ খান হীরা ও তার স্ত্রী লায়ন ফাতেমা কাদির হুমা, প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এম মিয়া মুরাদুজ্জামান, লায়ন মজিবুল হক চুন্নু, লায়ন শফিকুল আজম সোয়েব, লায়ন হেলেন আক্তার নাসরিন, লায়ন দেওয়ান নাসিরুল হক, জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন মীর শফিকুল আলম কনক, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন ডঃ খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, অক্টোবর সেবা মাস চেয়ারম্যান লায়ন ডঃ সরোয়ার জাহান জামিল, রাউন্ড দ্যা ইয়ার সার্ভিস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম সহ জেলার অসংখ্য আর সি হেড কোয়ার্টার বৃন্দ,সিনিয়র লায়ন বৃন্দ ও জেলার যুব সংগঠন লিও বৃন্দ।

শিশু ক্যান্সার সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অনকোলজি ডিপার্টমেন্ট ডঃ জান্নাত আরা। তিনি এ সময় বলেন, প্রতিবছর ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। শিশুদের সাধারণত ব্লাড ক্যান্সার বেশি হচ্ছে। তবে নসিকাগ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যাও কম নয়। বিশেষজ্ঞদের দাবি, বেশির ভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শনাক্ত করা গেলে ও উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সেরে ওঠেন। কিন্তু মাত্র ২০ শতাংশ রোগী উন্নত চিকিৎসার সুযোগ পান।

তিনি বলেন, বিশ্বে প্রতিবছর ২ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়। আর এর মধ্যে মধ্যম আয়ের দেশগুলোতেই আক্রান্ত হয় শতকরা ৮০ ভাগ। এখানে ক্যান্সার আক্রান্ত শিশুদের বেঁচে থাকার হার মাত্র ৫ ভাগ। অন্যদিকে, উন্নত দেশগুলোয় এই হার শতকরা ৮০ ভাগ।

বর্তমানে ক্যান্সার আক্রান্ত শিশুদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। বাংলাদেশে প্রায় ১৩ থেকে ১৫ লাখ ক্যান্সার আক্রান্ত শিশু রয়েছে। ২০০৫ সালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ছিল ৭ দশমিক ৫ শতাংশ। আর সচেতন না হলে ২০৩০ সালে এ হার দাঁড়াবে ১৩ শতাংশে।

পরে জেলা গভর্ণর ২০২২-২০২৩, লায়ন শরিফ আলী খানের “সেবা করি সমাজের” কলের উপর শীর্ষক সেমিনারটি শুরু হয়। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ভাইস এরিয়া লিডার পিডিজি লায়ন ওয়াহিদুর রহমান আজাদ।

তিনি এ সময় মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে লায়নিজমের বিভিন্ন দিক তুলে ধরে জেলা গভর্ণরের কলকে স্বার্থক ও সফল করার লক্ষ্যে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান এবং এই কলের সার্থকতা দেশ ও সমাজের মাঝে তুলে ধরতে বিনীত অনুরোধ জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শুভেচ্ছা বক্তব্য পেস করেন এবং ক্লাবের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিশেষে ক্লাব প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের প্রিজাইডিং অফিসার লায়ন শিরিন আক্তার রুবি সবাইকে ধন্যবাদ ও আগামীতেও এমন ভালো কাজের মাধ্যমে জেলা গভর্ণরের কলকে স্বার্থক করার লক্ষ্যে কাজ করে যাবেন এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে উপস্থিত সকল লায়ন ও লিও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে সেমিনারের সমাপ্তি ঘোষনা করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!