সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সরকার ঘোষিত নিষেধ অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ছয় জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃত প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান ও মৎস্য কর্মকর্তা লুৎফুরনাহার এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান বলেন, আটককৃত ছয় জেলের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দকৃত ইলিশ মাছ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।