নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সোনাতলা গ্রামের বাজারে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি ডিস্ট্রিক থ্রি ওয়ান ফাইভ এ টু ’ এর সার্বিক সহযোগিতায় সোনাতলা গ্রামে কম্পিউটার বিতরণ ও বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা সেবাপ্রদান করা হয়।
লায়ন্স ক্লাবের এই ধরনের সেবামূলক কার্যক্রমে খুশি এলাকাবাসী।
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির পরিচালক নাজনীন সুলতানা লুনা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম ও সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, অসহায় মানুষের বিনামূল্যে চক্ষু সেবা, ডায়বেটিস চিকিৎসা সহায়তা প্রদানের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে লায়ন্স। এছাড়া দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি আরো অন্যান্য সেবামূলক কাজ করে যাচ্ছেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা বিশ্বব্যাপী অসহায় মানুষের পাশে দাড়িয়ে সেবামূলক কাজগুলো করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন ‘লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি ডিস্ট্রিক থ্রি ওয়ান ফাইভ এ টু ’ এর পরিচালক নাজনীন সুলতানা লুনা, সাধারণ সম্পাদক মো.শফিকুল আলম, সদস্য খলিলু রহমান, ডা.আব্দুল্লাহ ইবনে বোরহান, মো. শরিফুল ইসলাম, রোজিনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা গ্রামের সিদ্দিক খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর সারোয়ার হোসেন চঞ্চল।
আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মো. জুবায়ের, আলভী খান, তাওহীদ খাঁন, ডাক্তার আব্দুল্লাহ সাঈদ খান, মো. নুরুল ইসলাম, পলাশ প্রমুখ।