সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় দোহার পৌরসভায় সালমান এফ রহমান অডিটোরিয়ামে আগামী ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেতা কর্মীরা ২৯ অক্টোবর ঢাকা জেলা আওয়ামীলীগের সম্মেলনে দোহার থেকে ৫ হাজার নেতা কর্মী নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করার অঙ্গীকার করেন।
দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলা বিষয় সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।