নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
৭ দফা দাবীতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅনশন করেছে। শনিবার সকাল ১০টা থেকে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনশন করা হয়। বিকালের দিকে অনশনকারীদের মুখে চকলেট ও পানি দিয়ে অনশন ভাঙান কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা কালীপদ হালদার, শিক্ষাবিদ মানবেদ্র দত্ত, কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবুলসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধনকারীরা জানান, সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণনয়ন, দেবোত্তর সম্পত্তি সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবীতে দেশব্যাপী এ মানববন্ধন করা হচ্ছে। দাবী না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক নরেশ চন্দ্র হালদার, সদস্য সচিব মধ্যম সিদ্ধা আকাশ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব দেবাশীষ চন্দ, নারী নেত্রী রুথ এমেল্ডা গমেজ, সদস্য দিলিপ কুমার সিদ্ধা, জীবন মন্ডল, নরন্দ্র সিদ্ধা, বিনয় ডেভিড গমেজ, চন্দন সরকার, উত্তম সাহা, গৌরাঙ্গ মন্ডল, বিমল চক্রবর্তী ফালান প্রমুখ।