নিজস্ব প্রতিবেদক :
আমি দেখেছি ইউনিয়ন পরিষদে একটি জন্ম নিবন্ধন করতে অনেক হয়রানির স্বীকার হচ্ছে জনগণ। সরকার নির্ধারিত জন্ম নিবন্ধন ফি ৫০ টাকার পরিবর্তে ১ হাজার থেকে ১৫শত টাকা নেওয়া হচ্ছে। কিন্তু আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে কোন প্রকার হয়রানী ছাড়াই সরকার নির্ধারিত ৫০ টাকা ফি দিয়েই আপনারা সবাই জন্ম নিবন্ধন করতে পারবেন। যদি কেউ সেই ৫০ টাকাও না দিতে পারেন তাহলে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে বিনামূল্যে জন্ম নিবন্ধন ও প্রত্যয়পত্র পাবেন ইনশাআল্লাহ। শুক্রবার ২১ অক্টোবর বিকেলে রাইপাড়া ইউনিয়নের রাইপাড়া ৮নং ওয়ার্ডে এক নির্বাচনী প্রচারনা সভায় রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাইপাড়া ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ আমজাদ হোসেন এ কথা বলেন।
আমজাদ হোসেন বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে, আপনাদের ভোটে আমি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে এই ইউনিয়নের সমস্ত রাস্তাঘাট, মসজিদ, মন্দির, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্ট, বাজার- ঘাট যেখানে যেখানে উন্নয়ন করা দরকার তা সব উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের দাবীকৃত মন্দীরের বাউন্ডারী ওয়াল নির্মান করে দেওয়া হবে এবং এই এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।
এ সময় সমাজ সেবক শেখ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা মেয়র মোঃ আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সভাপতি রমজান আলী মল্লিক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মজনু, সহ-সভাপতি শাহাদত শিকদার, সহ-সভাপতি নূর আলম, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুয়াব, রাইপাড়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র আহবায়ক পবন মল্লিক ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরাসহ এলাকার মুরব্বীগণ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে যুবলীগ নেতা শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজন করেন যুবলীগ নেতা শেখ মোঃ সেলিম, শেখ মোঃ মানিক, শেখ ইমরান, মোঃ আসলাম, মোঃ লিটনসহ আরও অনেকে।