নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক:
সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের ঘোষাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়।
সরেজমিনে দেখা গেছে স্বাস্থ্যকর্মীরা সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়ের ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করে। দুপুর ১২ টায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করেন। গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক, জয়কৃষ্ণপুর ইউনিয়ন সহ-স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মো. জাকির হোসেন , মো.সাইদুল ইসলামসহ আরো অনেকে।