নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
বাংলাদেশ স্কাউট’স ঢাকার নবাবগঞ্জ উপজেলা শাখার ১৩তম ত্রিবার্ষিক কাউন্সিল (সাধারণ সভা) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয় ও ৪৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার স্কাউট শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন।
কাউন্সিলে সভাপতি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্কাউটের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম, স্কাউটের ঢাকা জেলা সম্পাদক আব্দুল্লাহ আল-তারিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
স্কাউটের জেলা সহ-সভাপতি রইস উদ্দিন মিলন অনুষ্ঠান সঞ্চালন করেন। পরে সম্পাদক কর্তৃক সিদ্ধান্তে তিন বছরের বার্ষিক আয়-ব্যয় উপস্থাপনসহ বার্ষিক প্রতিবেদন পেশ। ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
শেষে ২০২৩-২৫ সাল তিন বছরের জন্য গঠিত নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নাসির উদ্দিন আহমেদ ঝিলুকে উপদেষ্টা, ইউএনও মো. মতিউর রহমানকে সভাপতি, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আব্দুল হালিমকে সহ-সভাপতি, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানকে সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।