নিজস্ব প্রতিবেদক :
শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবস্তু নির্ভীক এ শ্লোগান কে সামনে রেখে ঢাকার দোহারে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। ১৯ অক্টোবর (মঙ্গলবার ) দুপুরে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অডিটরিয়ার ভবনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ সময় ৩ বিভাগে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহযোগীতায় শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল বায়েজিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দা পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, দোহার থানার ওসি (তদন্ত) আজাহার ইসলাম, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এস এম খালেক, ঢাকা জেলা দক্ষিন ছাএলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সম্রাটমোল্লা সহ আরও অনেকে।
এর আগে দোহার উপজেলা পরিষদের আয়োজন শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। পরে উপজেলা থেকে আনন্দ র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা সভা কক্ষে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করা হয়।