29 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫

দোহারে অভিযানে ৫০ লক্ষ মিটার কারেন্ট জালসহ ৭ জেলে আটক

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ ধরার সময় প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়েছে ।

রোববার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নের্তৃত্বে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুমিনুর রহমান, এসআই জহিরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, মা ইলিশ মাছ শিকাররত অবস্থায় প্রায় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, গত ৭ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করেছি। কুতুবপুর নৌ-পুলিশ ও দোহার থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবেও জানান তিনি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!