নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গালিমপুর ইউনিয়নের মিয়াহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঐ গ্রামের কামাল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, ৫ দিন আগে ধর্ষণ চেষ্টাকারী সুমনের বাড়ির পাশে বিয়ের অনুষ্ঠান চলছিল। শিশু মেয়েটিকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমন দৌড়ে পালিয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশি বসিয়ে মীমাংসা চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে।
শনিবার মামলা রজু হওয়ার পর ধর্ষণ চেষ্টাকারী সুমনকে জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ।