নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায় শনিবার ১৫ অক্টোবর ভোর ৫ টার দিকে মা ইলিশ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম।
অভিযানকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, মহন মিনা ও সহর মিনা এর বাড়ি সংলগ্ন এলাকার তিনদিক থেকে দোহার থানা পুলিশ ও নৌ পুলিশ এর সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় এলাকার বিভিন্ন জায়গার ঝোপ-ঝাড়ে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখা প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল ও প্রায় ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত কারেন্ট জাল তাৎক্ষণিক ভাবে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ সুতারপাড়া জামিয়া এমদাদিয়া ইসলামাবাদ মাদ্রাসা ও এতিমখানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
তবে অভিযানের সময় মহন মিনা ও সহর মিনা ইলিশ মাছ ধরার সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। এ সময় অভিযানকালে তাৎক্ষণিক ভাবে কাউকে পাওয়া যায়নি তবে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ।
এ সময় অভিযান সহযোগিতা করেন দোহার থানার এসআই সুলতান, নৌ পুলিশ ফাড়ির এসআই জহুরুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।