নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎযাপন অনুষ্ঠান সফল করার লক্ষে আলোচনা সভা ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি, আইসিটি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিজুল ইসলাম কনক।
সমাবেশে বক্তারা, নিজেকে ব্যক্তি পরিচয়ে নয়, বিদ্যালয়ের গৌরবময় শতবর্ষ উৎযাপন অনুষ্ঠানে নিজেকে শিক্ষার্থী পরিচয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। যেখানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের পুরনো বন্ধুদের সাথে মিলিত হবেন। তারা একে অপরকে নতুন করে চিনবেন। মনের কথা বলে হালকা হবেন, অনুপ্রাণিত হবেন।
বক্তব্য রাখেন সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবিদ আলী টিপু, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালক মো. আব্দুল আজিজ, এফবিসিআইয়ের সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, কেন্দ্রীয় তাঁতীলীগের সহ-সভাপতি কেএম শহীদুল্লাহ, বাংলাদেশ কার্গো ভ্যাসেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিএম সারোয়ার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ডা. মিজানুর রহমান, চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামানিক, আগলা ইউপির সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া প্রমুখ।