নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় এ্যাপোলো মোড়ল (৩৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যাপোলো মোড়ল উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া গ্রামের ওয়াসেক মোড়লের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ্যাপোলোকে মৃত ঘোষনা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
পরিবার সূত্রে জানা যায়, জাতীয় পরিচয় পত্র সংশোধনের জন্য দক্ষিণ শিমুলিয়া থেকে সকালে উপজেলা সদরে আসে নিহত এ্যাপোলো মোড়ল ও তার আত্মীয় সবুজ তালুকদার। কাজ শেষে বাড়ি ফেরার পথে বটিয়া এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয় তার মোটরসাইকেলটির।
এ ঘটনায় দোহার থানার এসআই আল নূর তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।