নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে পানির ড্রামে পড়ে ইব্রাহিম নামক দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আন্তা গ্রামের মো. শাহজাহানের ছেলে।
নিহত ইব্রাহিমের পিতা মো. শাহজাহান জানান, বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলো। তখন ছেলে ইব্রাহিম ড্রামের পানি নিয়ে খেলার সময় ড্রামের ভেতর পড়ে যায়। কিছুক্ষণ পর ইব্রাহিমকে ড্রামের ভেতর ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিলা তাবাসসুম শীথিল জানান, শিশুটি হাসপাতালে আনার প্রায় আধ ঘন্টা আগেই মারা যায়। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।