নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন নৌকার চেয়ারম্যান প্রার্থী শেখ নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দোহার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নের্তৃবৃন্দ ও এলাকার মুরব্বীদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন সূত্রে জানাযায়, এবারের এই নির্বাচন ইভিএম মেশিনে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।