27 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

দোহারে নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় কারখানা ও গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে দোহার উপজেলার প্রসাশন। পরে জব্দকৃত চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার রাতে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত চায়না জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা।

প্রশাসন সূত্রে জানা যায়, সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় আজহার বেপারীর নিজস্ব বাড়িতে অবস্থিত এ কারখানাটি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ চায়না জাল উৎপন্ন করে বিক্রি করেছে।

দোহার উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজহার বেপারি তার নিজের বাড়িতে চায়না জালের কারখানা তৈরি করছে। তখনই আমরা গতকাল রাতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঐ কারখানায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না জাল জব্দ করি। যাহার বাজার মূল্য আনুমানিক প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা। আমরা ঐ কারখানা মালিককে পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ধারা অনুচ্ছেদ ৫ এর ২ উপ-ধারায়(খ) পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে সতক করে ছেড়ে দেই। আজ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার ভিতরে খালি জায়গায় জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফুন্নাহার ও দোহার থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!