নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দোহার উপজেলা মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উৎসব মূখর পরিবেশে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদ প্রার্থী ও সাবেক মেম্বার হেলেনা বেগম তার এলাকার সমর্থনের লোকজনদের নিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে মেম্বার প্রার্থী হেলেনা বেগম বলেন, আল্লাহর রহমতে আজ আমি আমার এলাকার সমর্থনের লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনে জয়লাভ করি তাহলে আমি আমার এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবো।