সুজন খান :
আসন্ন ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। রাইপাড়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দিয়ে দল থেকে চূড়ান্ত করা হয়।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়–য়া কর্তৃক স্বাক্ষরিত দলীয় প্যাডে নৌকা প্রতীকের জন্য দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এ সময় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন আমজাদ হোসেন সমর্থনকারীরা।
আমজাদ হোসেন বলেন, আমি মহান আল্লাহকে স্মরন করে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যিনি আমাকে দল থেকে মনোনীত করেছেন। আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের এমপি মাননীয় সাংসদ প্রধান মন্ত্রীর বেসরকারী শিল্প ও খাত বিষয়ক উপদ্রেষ্টা দোহার-নবাবগঞ্জের অভিভাবক জনাব সালমান এফ রহমানকে ও দোহার উপজেলার বার বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ভাইকে। যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের আর্শীবাদে আজ আমি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছি।
আমজাদ হোসেন আরও বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আওয়ামী লীগ থেকে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আমার দলের সম্মান সব সময় বজায় রাখবো। আপনারা যেমন সব সময় আমার পাশে ছিলেন এবং আগামীতেও আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আমার রাইপাড়া ইউনিয়নকে আমার মন উজার করে দিয়ে উন্নয়নের রোল মডেল হিসেবে ঢেলে সাজাঁতে পারি। রাইপাড়া ইউনিয়নকে দোহার উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাব। তাই আমি আপনাদের কাছে দোয়া ও ভোট চাই। আমার ইউনিয়নের ভোটারদের কাছে একটাই দাবী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
নির্বাচন সূত্রে জানাযায়, এবারের এই নির্বাচন ইভিএম মেশিনে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।