নিজস্ব প্রতিবেদক :
আসন্ন দোহার উপজেলা রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার (৬ অক্টোবর) দুপুরে উৎসব মূখর পরিবেশে ০২ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ জসিম উদ্দিন তার এলাকার সমর্থনের লোকজন নিয়ে উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম এর কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে মেম্বার প্রার্থী মোঃ জসিম উদ্দিন রুপালী বাংলা নিউজ ডটকম কে বলেন, আল্লাহর রহমতে আজ আমি আমার এলাকার মুরব্বী ও সমর্থনের লোকজন নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিক থাকে এবং নির্বাচনে জয়লাভ করি তাহলে আমি আমার এলাকার উন্নয়নে ও লোকজনের সেবায় সর্বদা নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবো । আমি আমার ২নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ ।
তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর পর এই ইউনিয়নে নির্বাচন হতে যাচ্ছে। তাই আমি এবার একজন নতুন মেম্বার প্রার্থী হিসেবে দাড়িঁয়েছি। তাই আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আমার এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার এলাকার ভোটারদের কাছে একটাই দাবী নতুন হিসেবে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।
নির্বাচন সূত্রে জানাযায়, এবারের এই নির্বাচন ইভিএম মেশিনে ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুসারে ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১০ অক্টোবর যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ভোট গ্রহণ হবে আগামী ২ নভেম্বর।