দোহার (ঢাকা) প্রতিনিধি :
১৬ বছরে আমরা কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারিনি, শেখ হাসিনা বাকশাল কায়েম করেছিলেন। কিন্তু বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য ৪৭ বছর ধরে সংগ্রাম করে আসছে। আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চললেও আমরা কখনো মাঠ ছেড়ে পিছপা হইনি। বুধবার (০৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের কালেমা চত্ত্বরে বিএনপির আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।
তিনি আরও বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের অধিকার রক্ষার এক প্রতীক। আমাদের সংগ্রাম ততদিন চলবে, যতদিন না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনে বিজয় আমাদেরই হবে।
আরও সংবাদ পড়ুন : দোহারে নারিশা বাজারে যুবকের তাণ্ডব, ৬ দোকান ভাঙচুর
এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওয়ার্র্ড ও পৌসভার সকল বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও পৌসভা বিএনপির সকল অঙ্গ-সংগঠননের নেতাকর্মীরা দলে দলে বর্ণীল আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন শ্লোগান শ্লোগানে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।