রুপালী বাংলা নিউজ ডেস্ক :
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে এগারটার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব পৌরসভার ৩নং ওয়ার্ড এর শায়েস্তা খাঁ পাড়ার আবদুল মোনাত ওরফে কালু সওদাগরের পুত্র। তবে হাবিব পরিবারসহ বাস স্টেশনের পশ্চিম পাশে হাবিব ম্যানসন নামক নতুন বাড়িতে বসবাস করে আসছিলেন।
জানা যায়, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে নাজিরহাট থেকে আসার পথে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মিরেরহাট সংলগ্ন এলাকায় হঠাৎ দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় হাবিব। পরে আশেপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত হাবিবকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।