26 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

রাতের আঁধারে খেয়া নৌকার তলা ফুটো, পারাপারে ভোগান্তি

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর নয়াপাড়া ময়নাল খন্দকারের বাড়ি সংলগ্ন খেয়াঘাটে রাতের আঁধারে খেয়া নৌকার তলা ফুটো করে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে ঘাট এলাকার মানুষের দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

জানা যায়, আশপাশের কয়েক গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় খেয়াঘাটে নৌকার ব্যবস্থা করা হয়। নদীর দুই পাড়ে রশি বেঁধে দেয়া থাকায় দীর্ঘদিন ধরে বর্ষাকালে এই খেয়া নৌকায় মানুষ নির্বিঘ্নে পারাপার হয়ে আসছিল। কৃষিপণ্য পরিবহণ ও স্কুলগামী শিক্ষার্থীরাও এভাবেই যাতায়াত করতো। কিন্তু শনিবার রাতে দুষ্কৃতিকারীরা নৌকার তলা ফুটো করে দেয়। এতে খেয়া নৌকাটি অচল হয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম দুর্ভোগ নেমে আসে।

স্থানীয়রা জানান, খেয়া নৌকাটিই দুই পারের মানুষের প্রধান ভরসা। এটি অকেজো হয়ে যাওয়ায় পারাপার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা পড়াশোনার পথে মারাত্মক সমস্যায় পড়ছে।

মওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম, মেরাজুল, তামিম, সাদিয়া, সুমাইয়াসহ অনেকে বলেন, “আমরা প্রতিদিন এই নৌকায় পারাপার হয়ে স্কুলে যাই। নৌকার তলা ফুটো হয়ে যাওয়ায় আর যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এখন বাধ্য হয়ে বিকল্প আলপথে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা জানান, দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হবে।
এদিকে এলাকাবাসী জরুরি ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। জনসাধারনের ভোগান্তি দুর করতে নৌকার দ্রুত মেরামতের উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

মানুষের ভোগান্তির বিষয়টি ক্ষুদে বার্তার মাধ্যমে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাতকে জানানো হলে তিনি জানান, “ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।”

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!