লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে ২টি পিস্তল, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের অবঃ মৃত কর্নেল মজিদের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহম্মদ আল-মারুফ রবিন (৩৪), আহম্মদ আল আরেফিন রিমন (২৯) ও পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে এহসান আহম্মেদ (২৪)।
এ সময় তাদের কাছ থেকে ২টি এলজি পিস্তল, ৩টি রাম দা, ৫টি চাকু, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি গুলি, ৮৩ পিচ ইয়াবা, ১ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, নগদ ৩৬ হাজার টাকা, মাদকের ব্যবসার হিসাবের ৪টি খাতা, ইয়বা প্যাকেট করার ফুয়েল পেপার ১ বান্ডিল উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রাহাত খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশি অস্ত্র, আগ্নেয় অস্ত্র, ইয়াবা, নগদ টাকা, ইয়াবা ব্যবসার খাতাসহ উদ্ধার করা হয়। এ সময় ৩ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।