26 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

মানিকগঞ্জে হতে যাচ্ছে জমকালো নৌকা বাইচ

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
আগামী ২৩ আগস্ট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। জেলার বেউথা ঘাটে কালীগঙ্গা নদীর বুকে অনুষ্ঠিত হবে এই জমকালো প্রতিযোগিতা। জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচকে সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।

রবিবার (৩ আগষ্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এই সভার সভাপতিত্ব করেন। তার দিকনির্দেশনায় গঠিত হয়েছে শক্তিশালী কমিটি এবং উপকমিটি, যা এই বৃহৎ আয়োজনকে সফল করতে কাজ করবে।

নৌকা বাইচে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। চ্যাম্পিয়ন দলকে একটি হোন্ডা মোটরসাইকেল দেওয়া হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজ, টেলিভিশন, ট্রফি এবং সনদপত্র দেওয়া হবে।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা এই আয়োজনের মাধ্যমে মানিকগঞ্জের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আগ্রহী।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুনকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাকে সদস্য-সচিব করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লার এই উদ্যোগ জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নতুন করে প্রাণ ফিরে পাবে, এবং স্থানীয় সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন ঘটবে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!