দোহার (ঢাকা) প্রতিনিধি:
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেছেন ঢাকার নবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. মাসুম। গত ২৪ জুন সাপ্তাহিক এশিয়া বার্তা পত্রিকায় হাসনাবাদ এলাকার মাদক ব্যবসায়ী মাসুমের মাদক কারবার ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, মাসুম স্বল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে আরও জানা গেছে, মাসুমের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একাধিক জিডি ও অভিযোগ রয়েছে। এলাকায় তার রয়েছে একটি মাছের প্রজেক্ট ও বহুতল ভবনসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। এ নিয়ে সংবাদ প্রকাশের পরই প্রতিশোধ নিতে ও নিজের অপরাধ আড়াল করতে মাসুম সাপ্তাহিক এশিয়া বার্তা’র ভারপ্রাপ্ত সম্পাদক ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি সাংবাদিক কাজী জোবায়ের আহমেদকে প্রধান আসামী করে অজ্ঞাত আরও চার সংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ এনে মিথ্যা মামলা করেন। মামলাটি বর্তমানে নবাবগঞ্জ থানায় তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা জেলা, দোহার ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় বৃহত কর্মসূচী ঘোষণার হুসিয়ারি দেন।
স্থানীয় সাংবাদিক মহল মনে করছে, এ ধরনের মিথ্যা মামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সত্য প্রকাশের পথে গুরুতর হুমকি তৈরি করছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ রাশিম মোল্লা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, সাংবাদিকের নিউজে ক্ষুব্ধ হয়ে ভিন্ন কৌশলে মামলা করেন, যাতে বলতে না পারেন নিউজ সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, সাংবাদিকের উপর এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। যারা সাংবাদিকের কলম রুখতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সময় এসেছে। সকল সংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজিব বলেন, সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানাই। পশাপাশি সঠিক তদন্ত করে মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সংগঠন মাঠে নেমে বৃহত কর্মসূচী দিতে বাধ্য হবে।
নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির আহমেদ বলেন, সারাদেশে সাংবাদিক হত্যা ও হামলার শিকার হচ্ছে। দোহারেও সাংবাদিকের উপর মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে স্বরযন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান তিনি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।