সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় র্যাব-১০ ও পুলিশের অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত ৬ জন আসামীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) তাদের নবাবগঞ্জের বিভিন্ন এলাক থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে যানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম এর নেতৃত্বে নবাবগঞ্জ থানা পুলিশ নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত তিনজন মহিলাসহ ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।
অপর দিকে, র্যাব-১০ এর বিশেষ অভিযানে পেশাদার দুইজন মাদক ব্যবসায়ীর কাছে থেকে ১০২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত তিনজন মহিলাসহ ৬ জন আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ৮ জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।